স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: থিম্পুতে অনূর্ধ্ব-১৭ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রাটা ছিল দারুণ। স্বাগতিক ভুটানকে হারায় তারা ৩-১ গোলের ব্যবধানে। তবে পরবর্তী ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হার মানে অর্পিতা বিশ্বাসরা। এতে দুই জয়ে টেবিলের শীর্ষে থাকা ভারতের অর্জন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।
চার দেশের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল পার্থক্য।
আজ নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের কিশোরীরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়। নেপাল ম্যাচ সামনে রেখে গতকাল শনিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ।
দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানিয়েছেন,‘ভারত ম্যাচ এখন অতীত। মেয়েরা বেশ চনমনে মেজাজেই অনুশীলন করেছে। নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে সবাই বদ্ধপরিকর। ওরা জয়ের জন্যই মাঠে নামবে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com