ঢাকা      শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

IMG
29 August 2025, 12:03 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া হাসপাতালে রওনা হন। রাত ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে রাত ১১টার দিকে তিনি গুলশানের বাসায় ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ নিয়মিত চিকিৎসা তদারকির অংশ হিসেবে করা হয়েছে।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন