ঢাকা      শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

প্রথম গোল দিয়েও হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

IMG
29 August 2025, 3:14 PM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: হিরো এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

ভারতের বিহারের রাজগির স্পোর্টস কমপ্লেক্সে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে শুরুতে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর চার গোল হজম করে তারা।

বাংলাদেশের গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারের ১৬তম মিনিটে। এরপর ঘুরে দাঁড়ায় মালয়েশিয়া। প্রথমে সমতাসূচক গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি।

এরপর ৩৬ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে ২-১ এ এগিয়ে যায় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার গতি আর আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি।

৪৮ মিনিটে মুহাজির আবু রউফ এবং ৫৪ মিনিটে সাইয়েদ চোলানের গোল বাংলাদেশকে বড় পরাজয় নিশ্চিত করে।

প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি শেষে শেষ মুহূর্তে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ২০২২ সালের এশিয়া কাপে এই মালয়েশিয়ার কাছে ৮-১ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজদের। আগামীকাল শনিবার দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন