স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের বিপক্ষে দু'টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে রাত সাড়ে ৯টায় কাঠমান্ডুতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকা ছাড়ে রাত ৮টায়। কাঠমান্ডুতে পৌঁছার পর বাংলাদেশ দলের আজ বৃহস্পতিবার মাঠে অনুশীলন করার কথা রয়েছে।
নেপালে বাংলাদেশের দু'টি প্রীতি ম্যাচ হবে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর। ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম। গতকাল সকালে ফেসবুকে নেপাল সফরের দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com