ঢাকা      শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
শিরোনাম

দিল্লিতে বন্যা সতর্কতা জারি

IMG
04 September 2025, 11:54 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। ফলে ভারতের দিল্লিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে যমুনার পানির স্তর বেড়েছে। ইতিমধ্যে দিল্লির ময়ূর বিহার ফেজ–১ এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ত্রাণশিবির পানির তোড়ে ভেসে গেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির পুরনো রেল সেতু এলাকায় যমুনার পানির স্তর রয়েছে ভারতের সময় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ২০৭.‌৪৮ মিটার। ভোর পাঁচটা বা ছয়টার থেকে পানির স্তর সকাল সাতটায় আরও বেড়েছে।

এর আগে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পানির স্তর ২০৭.‌৪৭ মিটারে স্থির ছিল। তারপর থেকেই পানির স্তর বাড়ছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যে ভারতের রাজধানীতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এতোটাই বৃষ্টি হচ্ছে যে দিল্লির সিভিল লাইনস এলাকায় গাড়ি পর্যন্ত ডুবে গেছে। একাধিক ভবনে পানি ঢুকে পড়েছে। কাশ্মীরা গেট এলাকা পুরো পানিমগ্ন হয়ে পড়েছে।

গতকাল বুধবার বিকেলে ভারী বৃষ্টির জেরে দিল্লির একাধিক এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। যমুনা নদীর তীর সংলগ্ন এলাকার অবস্থা আরও খারাপ। বাড়িঘর ভেসে গিয়েছে প্রায়। এনডিআরএফ ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে।

এর মধ্যে আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে দিল্লিতে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দিল্লিতে। শুক্র ও শনিবারও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে।

এদিকে, পাঞ্জাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৩৭। ১৯৮৮ সালের পর এরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি পাঞ্জাবে। ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন