ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আবেদনে তিনি জানান, এই দম্পতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ আয় করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, দুদক একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে, এই দম্পতি দেশের বাইরে পালানোর চেষ্টা করছেন। যদি তারা পালিয়ে যান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে বাধা সৃষ্টি হতে পারে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com