স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কাঠমান্ডুতে বিক্ষোভ ও সহিংসতার কারণে আগামীকাল মঙ্গলবারের বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।
আনফার মুখপাত্র সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ সেপ্টেম্বর হতে যাওয়া নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হলো। এই স্থগিতের কারণে ফুটবল সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com