ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালে বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষয়-ক্ষতি, লুটপাট ও সরকারি-বেসরকারি ভবনে আগুন দিচ্ছে উল্লেখ করে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে "সেনাবাহিনীসহ সব নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
সেনাবাহিনী বলেছে, "আমরা সকল নাগরিককে এই প্রচেষ্টায় সেনাবাহিনীকে সমর্থন করার জন্য আবেদন করছি। পরিস্থিতি মূল্যায়ন করার পরে" আরও আপডেট জানানো হবে।
এদিকে, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজে বের করার জন্য বিক্ষোভকারীদের সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com