স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটসাল অ্যারেনায় গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) টানা পঞ্চম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। এই সেশনে মূলত টেকনিক্যাল দিকগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান কোচ সাঈদ খোদারাহমি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেন এবং তাদের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
দলের ভেতরে বর্তমানে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। খেলোয়াড়রা নিবেদিতভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং ক্রমাগত উন্নতির পথে রয়েছেন। লক্ষ্য একটাই — ২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালীভাবে অংশগ্রহণ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com