ঢাকা      রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ছাত্রশিবির রাকসু আচরণবিধির তোয়াক্কা করছে না: অভিযোগ ছাত্রদলসহ তিন প্যানেলের (ভিডিও)

IMG
14 September 2025, 10:37 AM

ফয়সাল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী জোট-এর পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে তিনটি প্যানেল যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে৷ তাদের অভিযোগ, 'ছাত্রশিবির রাকসু আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না'। গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রদল প্যানেল থেকে মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ছাত্রশিবির রাকসু নির্বাচনের আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে আতর বিলি, পানির ট্যাংকি বসানো, পানির ফিল্টার মেশিন বসানো, খিচুড়ি পার্টি ও মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সমন্বিত কয়েকটি প্যানেলের ঐক্যমত্য প্রস্তাবনা হাজির করা হয়। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়ন সম্ভব বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলন থেকে ১২ টি দাবি উত্থাপন করেন 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ। দাবি গুলো হলো-

১. স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে।
২. ভোটারদের আঙ্গুলে উচ্চ মানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে। যাতে কালি মুছে না যায়।
৩. একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
৪. ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে।
৫. প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে।
৬. সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে।
৭. নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৮. পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে।
৯. ডিজিটাল বোর্ডে ভোটার নম্বর সহ প্রকাশনা চলমান রাখতে হবে।
১০. সাইবার বুলিং সেল কার্যকর করতে হবে। এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে, তার একটা রূপরেখা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সকল গ্রুপ ও পেজকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই গ্রুপ ও পেজ থেকে সাইবার বুলিং, স্লাটশেমিংসহ নারী শিক্ষার্থীদের হেনস্তা, প্রার্থীদের নিয়ে মিথ্যাচার করা হয়। যা দণ্ডনীয় অপরাধ।
১১. এ ধরণের গর্হিত কাজ যারা করছে, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
১২. ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেয়া যাবে না।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের শিক্ষার্থীবৃন্দ। অন্যদিকে, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়ন পত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেন।

ছাত্রদলসহ সমন্বিত ৩টি প্যানেলের সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ছাত্রদল কিংবা অন্য কোনো প্যানেল থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে নির্বাচন কমিশনের সকলকে নিয়ে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে তিনি জানান, আজ শেষ দিনে রাকসুতে মোট ১১টি ও সিনেটে ৩টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। হলের তথ্য এখনো পাওয়া যায়নি। পেলে জানানো হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন