শরীফুল ইসলাম, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট'। জাকসুর মোট ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দু'টি যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)সহ ২০টি পদে জয় পেয়েছে তারা।
অন্যদিকে, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলের আবদুর রশিদ জিতু। সহ-সভাপতি (ভিপি) পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হন মাজহারুল ইসলাম। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।
শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের অন্য দুই শীর্ষ পদে এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান (২ হাজার ৩৫৮ ভোট) ও এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা (৩ হাজার ৪০২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৪৮ ঘণ্টা অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হলো।
এর আগে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪৮ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন। এবারের নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেল আটটি হলো গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, জাতীয়তাবাদী ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থিদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দু'টি প্যানেল।
এর মধ্যে ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জন করে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com