ঢাকা      বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

রাজধানীতে দালাল চক্রের চার সদস্যকে কারাদন্ড

IMG
15 September 2025, 8:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদন্ড দেয়া হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব জানিয়েছে, সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া, প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন