স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে অংশ নিতে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৪ সদস্যের বাংলাদেশ কনটিনজেন্ট ঢাকা ত্যাগ করে।
দলের ২৩ জন ফুটবলারসহ কোচিং স্টাফ ও কর্মকর্তারা একসঙ্গে রওনা হন। তাদের মধ্যে ফাহমিদুল হক খানিকটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে শেষ মুহূর্তে ফ্লাইট ধরতে সক্ষম হন।
দেশে ফেরার পর তার পাসপোর্ট ভিসার জন্য জমা দেওয়া হয়েছিল চীনা দূতাবাসে। যদিও দলের বাকি সদস্যদের ভিসা একদিন আগেই সম্পন্ন হয়, ফাহমিদুলের ভিসা প্রক্রিয়ায় সময় লেগে যায় কিছুটা বেশি।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় চীনা দূতাবাস তার পাসপোর্ট হস্তান্তর করে। বাফুফে কর্মকর্তারা সকাল সাড়ে ১১টায় পাসপোর্ট সংগ্রহ করে দুপুর ১২টার মধ্যেই বিমানবন্দরে পৌঁছে দেন, ফলে তিনি শেষ মুহূর্তে ফ্লাইট ধরতে পারেন।
এদিকে, দলের তিন ফুটবলার হামজা চৌধুরী (ইংল্যান্ড), সমিত সোম (কানাডা) এবং জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র) নিজ নিজ দেশের পাসপোর্টধারী হওয়ায় তাদের ভিসার প্রয়োজন হয়নি। দলের সবাই ব্যাংককে যাত্রা বিরতির পর হংকং সময় রাত ১০টার দিকে পৌঁছাবেন। আগামীকাল শনিবার থেকেই তাদের অনুশীলন শুরু হবে।
১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের দল। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অন্তিম মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হার মানে বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com