স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়ান কাপ বাছাইয়ে গতকাল ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। মূল পর্বে খেলতে এ ম্যাচে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল লাল-সবুজের দলের জন্য। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ার সুযোগ হয়েছিল স্বাগতিকদের। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে হারতে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
এদিকে হংকংয়ের বিপক্ষে এ ম্যাচে হারের পর দর্শকদের অনেকেই কোচ কাবরেরার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন। কেননা গতকালের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদের।
গতকাল শমিত, জামাল ও ফাহামিদুলকে মাঠে নামানো হইয় ৫৭ মিনিটে, বাংলাদেশ যখন পিছিয়ে ২-১ ব্যবধানে। এরপর মাঠে নামেন জায়ান। শুরুর একাদশে জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামালও।
১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ। সে উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এর আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’
জায়ান, শমিত, ফাহামিদুলকে নিয়ে শুরুর একাদশে খেলতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমি জায়ান, শমিত আর ফাহামিদুল যখন কাল ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি, যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই।’
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com