স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। শনিবার আবুধাবিতে দিন-রাতের এই ম্যাচে বাংলাদেশকে ৮১ রানের বড় ব্যবধানে হারায় আফগানরা। আগে ব্যাট করে ১৯০ রান তোলে আফগানিস্তান। জবাবে মাত্র ২৮ দশমিক ৩ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এই হারে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয় আফগানিস্তান।
শেখ জায়েদ স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় তারা। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। স্কোর বোর্ডে ২৫ রান যোগ হতেই নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ। ৯ বলে ৭ রান করে রান আউটে কাটা পড়েন তিনি।
এদিনও নিজের ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। ২৩ বলে ২২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক কিংবা নুরুল হাসান সোহান- কেউই দলের হাল ধরতে পারেননি। দলীয় ৯৮ থেকে ১০০ রানের মধ্যে ৪টি উইকেট হারায় বাংলাদেশ।
মিরাজ ফেরেন ৭ বলে ৪ রান করে। জাকের আলী ৪৩ বলে ১৮ রান করে ফেরেন সহজ ক্যাচ দিয়ে। নুরুল হাসান সোহান ফেরেন রশিদ খানের বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ১৫ রান।
তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম ফেরেন কোনো রান না করেই। দু'জনকেই এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন রশিদ খান। ১৫ বলে ৫ রান করা রিশাদ হোসেনকেও ফেরান রশিদ খান। আর তাতেই ১০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রশিদ খান নেন ৫ উইকেট।
এর আগে, ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু পায়নি আফগানিস্তানও। স্কোর বোর্ডে ১৮ রান যোগ হতেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায় তারা। তানজিম সাকিবের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১১ বলে ১১ রান করা এই ব্যাটার।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সেদিকুল্লাহ আতাল আউট হন দলীয় ৩৮ রানে। ১৩ বল খেলে ৮ রান করে তানভীর ইসলামের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
রহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলে তাদের বিপদ আরও বাড়ে। হাশমতউল্লাহ শহীদি ফেরেন মিরাজের বলে বোল্ড হয়ে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ৪ রান। আগের ম্যাচের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই এদিন আউট হন কোনো রান না করেই। মোহাম্মদ নবি ৩০ বলে ২২ রান করে ফেরেন সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে।
শেষদিকে ইব্রাহিমের সাথে দলের হাল ধরেন এএম গাজানফার। ১৪০ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৯৫ রান করে বিদায় নেন ইব্রাহিম জাদরান। ১৮ বলে ২২ রান করে গাজানফার বিদায় নিলে আবারো মাঠে নামেন রহমত শাহ। তবে চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি। আর তাতেই ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনটি এবং তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দু'টি করে উইকেট পান। একটি উইকেট শিকার করেন তানভীর ইসলাম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com