শরীফুল, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিরানী বাজার এলাকায় ওই মার্কেটে হঠাৎ ভয়াবহ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যে মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কিভাবে আগুন লেগেছে, তা তদন্ত করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com