ঢাকা      রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

জাতীয় নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে: আফজাল হোসাইন

IMG
12 October 2025, 1:48 PM

শরীফুল ইসলাম, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে বলে দাবি করেছেন ঢাকা জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন। গতকাল বিকেলে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখল বাণিজ্য রোধ, মাদকমুক্ত সমাজ গড়া হবে।

এডভোকেট মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন ও জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন