শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় টিনশেড ওই বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় টিনশপড বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাড়ির কেয়ারটেকার আব্দুল রাব্বানী। এতে নারী-পুরুষ ও শিশুসহ আহত হয় অন্তত ১০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খন্দকার জানান, বাড়িটি নির্মাণের সময় সেপটিক ট্যাংক থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের জন্য একটি বিকল্প পাইপ স্থাপনের কথা ছিল। কিন্তু সেই পাইপটি না দেওয়ায় ট্যাংকের ভেতর অতিরিক্ত গ্যাস জমে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই গ্যাসের বিস্ফোরণেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com