ঢাকা      রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় মানব পাচার চক্রের আট সদস্য গ্রেফতার

IMG
12 October 2025, 4:13 PM

শরীফুল ইসলাম, সাভার:
ঢাকার আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার হোটেল ইউনিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

মানব পাচার চক্রের ৮ সদস্য হলেন: হোটেল ইউনিকের ম্যানেজার জামালপুর জেলার মনিরুজ্জামান, হোটেল কর্মচারী গাইবান্ধা জেলার রাব্বি হাসান, আশুলিয়ার জামগড়ার হৃদয়, পিরোজপুর জেলার সাইদুল ইসলাম, বাগেরহাট জেলার শামসুল আলম, বরিশাল জেলার সোনিয়া, নওগাঁ জেলার শিল্পী আখতার এবং দক্ষিণ কেরানীগঞ্জের অরিন আখতার সীমা।

আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

এদিকে, আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। গতকাল রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকার ১ নম্বর গলি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: ঢাকার আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মো. সোবহান মাতবরের ছেলে মো. খোকন মিয়া (৩৭), আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকার ১ নম্বর গলির মো. আবুল বাশারের ছেলে মো. ইব্রাহীম হোসেন তমাল (৩২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর মন্ডলপাড়া এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. রাকিব হোসেন রিদয় (২৭)। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া সাভার থানার নামা বাজার সংলগ্ন ফাজিল মাদ্রাসার সামনে থেকে সাভার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুইচ গিয়ার চাকুসহ অস্ত্রধারী সোহেলকে গ্রেফতার করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন