শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে চোরাই মোটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাভারের বিরুলিয়া পুলিশ ক্যাম্পের এসআই ওবাইদুল ইসলাম খান ড্যাফোডিল রোডে তিন রাস্তার মোড় থেকে লাল রঙের মোটর সাইকেলটি উদ্ধার করেন।
এসময় সাব্বির শেখ নয়ন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com