ঢাকা      রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হংকংয়ের মাঠ ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ

IMG
12 October 2025, 6:53 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আর মাত্র তিনটি ম্যাচ বাকি থাকায় এই ম্যাচ হারলেই সব সম্ভাবনা শেষ হয়ে যাবে বাংলাদেশের।

আগের তিন ম্যাচে দুই পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল। হংকংয়ে পৌঁছানোর পর বাংলাদেশ দল আজ রোববার অনুশীলন করেছে। তবে খারাপ মাঠ ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ দলের খেলোয়াড়রা।

গত বৃহস্পতিবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে দারুণ লড়াইয়ের পর হংকংয়ের কাছে ৪-৩ গোলে হার মানেন জামাল ভূঁইয়ারা। বর্তমানে গ্রুপ 'সি'-এর তলানিতে আছে বাংলাদেশ। হ্যাভিয়ের কাবরেরার দলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। অন্যদিকে হংকং সাত পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন