স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জর্ডানে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব। প্রথম দিনই স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচেই অর্পিতা বিশ্বাসদের বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। আগামী বছর এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে হলে বাংলাদেশকে 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থাকতে হবে বাংলাদেশকে।
গ্রুপ সেরা হওয়া একটু কঠিন বলেই মনে করেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। আজ রোববার আম্মানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের তিনটি দলই কোয়ালিফাই করতে চায়। আমাদের জন্য একটু কষ্টকর হবে। কারণ দু'টি দলই শক্তিশালী।’
বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার পথে প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কোচের কথা অনুয়ায়ী, ‘প্রথম ম্যাচের ফলের ওপর নির্ভর করবে আমরা কোয়ালিফাই করবো কিনা। এজন্য আমরা সবাই জর্ডান ম্যাচ নিয়ে ফোকাস।’
ফিফা র্যাংকিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঋতুপর্ণারা জর্ডানের সাথে ড্র করেছিলেন। সেই ম্যাচ থেকে আত্ববিশ্বাস নিচ্ছেন সাইফুল বারী টিটু্। তিনি বলেন, ‘আমাদের নারী দল এশিয়া কাপ ও অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও চূড়ান্ত পর্বে খেলবে। এখন অনূর্ধ্ব-১৭ দলের পালা। আমরা আশাবাদী।’
জর্ডান আসার আগে সংযুক্ত আরব আমিরাতে দু'টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে পাওয়া দুই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আগামী ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com