ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সময়ে দেশে ৮ হাজার ৫৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ৯৮৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৫৪ মিলিয়ন ডলার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com