ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর এর এবার ইসরাইলি বাহিনীর হাতে বন্দি ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দু'টি বাস ইতোমধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে।
যে ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ১ হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দি ছিলেন বলে জানা গেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com