ঢাকা      মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

‘সাইয়ারা’-এর নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে

IMG
14 October 2025, 10:13 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ‘সাইয়ারা’য় আহান পান্ডে ও অনীত পাড্ডার পর্দার রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। গুঞ্জন, পর্দার আড়ালেও রসায়ন জমেছে তাদের। এতদিন এ নিয়ে চুপ থাকলেও এবার নিজেদের অন্তরঙ্গ ছবি প্রকাশ করলেন আহান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ সোমবার অনীতের ২৩ বছরের জন্মদিন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করতে বিশেষ দিনটি বেছে নিয়েছেন অভিনেতা। ছবিতে দেখা গেছে, অহান চোখ বুজে কোনো অনুষ্ঠান উপভোগ করছেন। তার কাঁধে মাথা রেখে আছেন অনীত।

ছবিগুলো দেখে জানা গেছে, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে ছিল ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান। ছবিগুলো বলে দিচ্ছে ওই অনুষ্ঠান একসঙ্গে উপভোগ করেছেন আহান-অনীত। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ‘সাইয়ারা’মুক্তির অনেক আগে। এতে নেটাগরিকরা নিশ্চিত ছবির শুটিংয়ের সময় প্রেমে পড়েন তারা।

এদিকে আহান-অনীতের প্রেম নিয়ে বলিউডের একটি সূত্র বলে, “এই সম্পর্কটা খুবই মিষ্টি। একেবারে স্বাভাবিক ভাবে গ়ড়ে উঠেছে। মেয়েটি (অনীত) খুবই নিষ্পাপ ও মিষ্টি ধরনের। শুটিংয়ের সময়ে ওর খেয়াল রাখত অহান। যত দিন কেটেছে, ওরা পরস্পরের ঘনিষ্ঠ হয়েছে। প্রথমে খুব ভাল বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। তার পরে প্রেম হয়।”

এদিকে ‘সাইয়ারা’র পর দুজনেরি পথ চলছেন সাফল্যের সিঁড়ি বেয়ে। অনীত যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। একটি কোর্টরুম ড্রামায় দেখা যাবে তাকে। অন্যদিকে গুঞ্জন রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যাবে আহানকে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন