ঢাকা      মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

জনগণের মালিক না, সেবক হতে চাই: জামায়াত আমির

IMG
14 October 2025, 10:37 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা জনগণের মালিক না, বরং জনগণের সেবক হতে চাই। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় তিনি এসব কথা বলেন।

জাত, বর্ণ, ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী - এমন মন্তব্যও করেন তিনি। জামায়াতের আমির বলেন, ক্ষমতার যাওয়ার আগে অনেকে নানা রকম প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা সে প্রতিশ্রুতি রাখে না। উল্টো ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের পকেটে হাত দেয়।

সমাজ থেকে দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন