ঢাকা      বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
শিরোনাম

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

IMG
16 October 2025, 4:32 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। তিনটি ভিন্ন ফ্লাইটে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় আসে দলটি। এবারের সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর দু’দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ২৯ অক্টোবর এবং শেষ ম্যাচ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এবারের সফরে শুধু সাদা বলের ক্রিকেট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারও তিন বছর আগে, ২০১৮ সালের ডিসেম্বরে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন