ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছেন। প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ় থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন রশিদ খান, ফজ়ল হক ফারুকিরা। নিহত তিন ক্রিকেটার কবির, শিবগাতউল্লা এবং হারুনের মৃত্যু মেনে নিতে পারছেন না তারা।
তিনজনের মধ্যে কবিরকে আফগানিস্তানের ভবিষ্যতের তারকা হিসাবে বিবেচনা করা হচ্ছিল। ক্লাব পর্যায়ের ক্রিকেটে কবির নজর কাড়ছিলেন গত দুই মৌসুম ধরে। আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন। সাধারণত ওপেন করতেন। কখনও কখনও তিন নম্বরেও ব্যাট করতেন। ধারাবাহিকতার জন্য আফগানিস্তানের দক্ষিণ প্রাদেশিক অনূর্ধ্ব-২৩ প্রশিক্ষণ শিবিরে ডাক পেয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আফগানিস্তানের জাতীয় নির্বাচকদের নজরেও ছিলেন তিনি।
পাকতিকা প্রদেশের বাসিন্দা শিবগাতউল্লা ছিলেন বোলার। হাতে ছিল ভাল ইনসুইং। পাকতিকা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। আগামী মৌসুমে উরগুন ওয়ারিয়র্সের অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন শিবগাতউল্লা।
হারুন ছিলেন প্রতিভাবান অলরাউন্ডার। টেনিস বলের ক্রিকেট থেকে উঠে এসেছিলেন। পাকতিকা প্রদেশের স্থানীয় একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নজর কেড়েছিলেন। ডানহাতি ব্যাটার কার্যকর স্পিন বল করতে পারতেন। তিনিও পাকতিকা প্রদেশের উরগুনের বাসিন্দা ছিলেন। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায়ও ভালো ছিলেন। স্থানীয় এক কলেজে স্নাতক স্তরে পড়াশোনাও করছিলেন।
নিহত তিন ক্রিকেটারের ছবি প্রকাশ করেছে আফগান বোর্ড। এসিবি'র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তারা শহীদ হয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। উরগুন জেলার তিন ক্রিকেটার এবং আরও পাচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন। এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরে তাদের নিশানা করা হয়।’’ আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে খেলার কথা ছিল আফগানিস্তানের। সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে এবিসি।
গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পর রাতেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com