ঢাকা      শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

IMG
18 October 2025, 5:18 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ। আজ শনিবার দুপুরে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। তৌহিদ হৃদয়ের ৫১ এবং অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৬ রানে ২০৭ রান তোলে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। আরেক ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত ৪ রানেই সাজঘরে ফিরে যান। এরপর নাজমুল হোসেন শান্তর সাথে জুটি বাঁধেন তৌহিদ হৃদয়।

দলীয় ৭৯ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটে। শান্ত ৬৩ বলে ৩২ রান করেন। তারপর ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে রানের চাকা সচল রাখেন তৌহিদ হৃদয়৷ অর্ধশতক পূর্ণ করার পর বেশিদূর যেতে পারেননি তিনি৷ ৯০ বলে ৫১ রানে তিনি সাজঘরের পথ ধরলে বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ১৭ রানে আউট হলে বাংলাদেশের বড় স্কোরের আশা হোচট খায়। এরপর ৪ রানের জন্য অভিষেক ম্যাচেই ফিফটি থেকে বঞ্চিত হন অঙ্কন।

শেষদিকে রিশাদ হোসেন ১৩ বলে ২৬ রান করলে আনন্দে মাতেন বাংলাদেশের সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ৪৮ রানে ৩ উইকেট নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন