ঢাকা      শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

শাহজালালে আগুন: ঢাকার আটটি ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ

IMG
18 October 2025, 5:46 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আটটি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার দুপুর আড়াইটায় এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এসব ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল আজ বিকেলে সাংবাদিকদের জানান, যে আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, তার মধ্যে দু'টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। অপর ৬টি ফ্লাইটের একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বাকি চারটিও আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করেছে।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। আগুন নিয়ন্ত্রণে সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দু'টি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন