ঢাকা      রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

রিশাদের স্পিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

IMG
19 October 2025, 1:47 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রিশাদ হোসেনের স্পিন জাদুতে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ২০৭ রানের ছোট সংগ্রহ তোলে। তবে মিরপুরের স্পিন সহায়ক উইকেটকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন রিশাদ। তিনি একাই নিয়েছেন ৬ উইকেট, যা এ ম্যাচে সর্বোচ্চ। আর এতেই ধসে পড়ে উইন্ডিজ ব্যাটিং লাইন আপ।

ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন তৌহিদ হৃদয়। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান। শান্তর ব্যাট থেকে এসেছে ৩২ রান। শেষ দিকে রিশাদের ২৬ রানের ঝড়ো ব্যাটিং দলীয় সংগ্রহ দুইশো পেরোতে ভূমিকা রাখে।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন জ্যায়ডেন সিলস। দু'টি করে উইকেট পেয়েছেন রোস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস।

উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার অ্যালিক আথানাজের সঙ্গে তিনি গড়েন ৫১ রানের পার্টনারশিপ। আথানাজে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরলে এরপর ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটার।

বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল উইন্ডিজ অধিনায়ক শাই হোপ ও গ্রিভস। তারা করেছেন যথাক্রমে ১৫ ও ১২ রান। এতে উইন্ডিজ ইনিংস থামে ১৩৩ রানে। আর ৭৪ রানের বড় জয় পায় বাংলাদেশ।

এ ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান রিশাদ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন