ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি, আটাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন

IMG
24 October 2025, 3:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রশাসকের দায়িত্ব থেকে উপসচিব মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি দিয়ে যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নতুন প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদকে চার মাসের মধ্যে আটাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সম্পন্ন ও নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবেন।

একই আদেশে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী আটাবের 'বৃহত্তর স্বার্থে' ড. সাইফ উদ্দিন আহম্মদকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তবে গুঞ্জন রয়েছে, টিকিট সিন্ডিকেট নিয়ে চলমান বিতর্কের জেরে মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যের টিকিটের দাম হু হু করে বাড়তে শুরু করে। সাধারণত ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া টিকিট একসময় এক লাখ টাকার ওপরে উঠে যায়। এই অস্বাভাবিক দাম বাড়ার পেছনে সক্রিয় সিন্ডিকেটের সঙ্গে মোতাকাব্বীর আহমেদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছিল।

যদিও গত গত বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আটাবের সাবেক প্রশাসক মোতাকাব্বীর আহমেদ একটি বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাবেক সভাপতি আব্দুস সালাম, মহাসচিব আফসিয়া জান্নাত ও অর্থসচিব শফিক উল্লাহর কাছে বিষয়টি নিয়ে ব্যাখ্যা ও দ্রুত সমাধান চাওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয় চিঠিতে।

এছাড়াও অভিযোগ রয়েছে, মোতাকাব্বীর আহমেদ নিজেই সিন্ডিকেটের মাধ্যমে টিকিট নিয়ে দুই মাসের মধ্যে দু'বার পরিবারসহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। যদিও তার সরকারি আদেশে (জিও) শুধুমাত্র লন্ডনে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে, কিন্তু তিনি সেই অনুমতির বাইরে ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন