ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

বাগেরহাটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

IMG
24 October 2025, 3:35 PM

বাগেরহাট, বাংলাদেশ গ্লোবাল: বাগেরহাটে বাস চাপায় শামীম তালুকদার (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা–বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মোটর সাইকেল আরোহী শামীম তালুকদারকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন