ঢাকা      শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা: এটিএম মা’ছুম

IMG
24 October 2025, 9:20 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোন পরাশক্তিকে ভয় করবে না এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

তিনি আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে রামপুরা থানা জামায়াত আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রামপুরা থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আতিকুর রহমান ও ঢাকা-১১ আসনের আসন পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ।

মাওলানা মা’ছুম বলেন, আমরা সংসদে ছোট-বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। অথচ বিশেষ একটি দল নাকি পিআর বোঝে না। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চ কক্ষে পিআর মেনে নিয়ে প্রমাণ করেছেন, তারা পিআর বোঝেন। মূলত, তারা জাতীয় সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআরের মত ইনসাফপূর্ণ পদ্ধতির বিরোধীতা করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনি; বরং নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছেন। আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে সরকারে পাঠালে ৫ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া হবে। দেশে কোন দুর্নীতি থাকবে না। তিনি দেশ রক্ষায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন