ঢাকা      রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
শিরোনাম

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

IMG
26 October 2025, 8:57 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ। গতকাল ফ্লাডলাইটের আলোয় প্রথম দিনের অনুশীলনও সেরে নিয়েছে টাইগাররা। অন্যদিকে দিনের আলোতে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

অনুশীলনের ফাঁকে সাগরিকার উইকেট পরিদর্শনে এসে মুগ্ধ হন সাবেক ক্যারিবীয় অধিনায়ক ও বর্তমানে দলের পরামর্শক ড্যারেন সামি। দীর্ঘদিন ধরেই সাগরিকার উইকেট ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত—টি-টোয়েন্টি ফরম্যাটে যেখানে ব্যাটাররাই সাধারণত সুবিধা পান।

তবে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে ক্যারিবীয় দলে। টাইগার ব্যাটারদের রুখতে তারা দলে যুক্ত করেছে অতিরিক্ত স্পিনার। চট্টগ্রামের ধীরগতির উইকেটে এই স্পিন আক্রমণ কতোটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মুখোমুখি ১৯ বারের দেখায় ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টি ম্যাচ, বাংলাদেশ জিতেছে ৮টি, আর দু'টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তবে সবশেষ সিরিজে উইন্ডিজদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

এবার নিজেদের তৈরি উইকেটে ঘরের মাঠে লিটন দাসরা পারবেন কি না সেই ধারাবাহিকতা বজায় রাখতে—নাকি সাগ রপাড়ের মাঠে ক্যারিবীয় স্পিন ফাঁদে ধরা পড়বে, সেটি জানার অপেক্ষায় এখন টাইগারপ্রেমীরা।

আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন