স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের শতবর্ষ পুরনো সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর সিআরবিতে দু’দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন। দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ট্রফি হাতে ছবি তোলেন দুই দেশের অধিনায়ক।
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ২৯ তারিখ দ্বিতীয় এবং ৩১ অক্টোবর তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গত শুক্রবার চট্টগ্রামে পৌঁছায় দু'দলের খেলোয়াড়রা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com