ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতি ও সম্পৃক্ততা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকায় সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ সন্তোষ প্রকাশ করা হয়।
পাকিস্তানি মন্ত্রী আলী পারভেজ মালিক তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা সফররত পাকিস্তানি মন্ত্রীকে স্বাগত জানান এবং জেইসি’র নবম সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন, জেইসি নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সঞ্চার করতে সহায়ক হবে। উভয় নেতা ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
তারা দুই দেশের মধ্যে নিয়মিত ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন, যাতে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়। উভয় পক্ষ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং জনগণের কল্যাণে উপযোগী অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার অভিন্ন সংকল্প প্রকাশ করে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com