ঢাকা      বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

জামায়াতের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক

IMG
29 October 2025, 1:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। তার সঙ্গে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় এবং ম্যাডোনা লিঞ্চ।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রকে টেকসইকরণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। প্রতিনিধি দল জানায়, আগামী জাতীয় নির্বাচনে কমনওয়েলথ একটি পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করেছে।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন। বৈঠক শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন