ঢাকা      বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে ফিজি

IMG
29 October 2025, 4:33 PM

শরীফুল ইসলাম, সাভার: বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার আশ্বাস দিয়েছেন ফিজির বহু-জাতিগত বিষয়ক ও আখ মন্ত্রী চরন জেথ সিং। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় চরন জেথ সিং বলেন, বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রফতানিতে গতি আনতে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য চালুর বিষয়ে দেশটি উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। চরন জেথ সিং বলেন, বাংলাদেশে অনেক দক্ষ কর্মী আছেন, যারা ফিজিতে গিয়ে সুগার মিলে কাজ করতে পারবেন।

পরে তিনি ডিওএইচএস এলাকায় দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন। ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু এ সময় তার সাথে ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন