স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ বুধবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ক্যারিবীয়রা।
১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১০৫ রানের জুটি গড়েন শাই হোপ ও আলিক আথানজে। ১১.২ ওভারে ৫২ রান করা আথানজেকে ফেরান নাসুম আহমেদ। ৩৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। এরপরই ধস নামে। ১২ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা।
হোপকে ফেরান মোস্তাফিজ। ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরে যান নামের সাথে সুবিচার করতে না পেরে।
১১৮ রানে ৬ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ মিলে যোগ করেন ২৭ বলে ২৬ রান। ১৯.১ ওভারে দলীয় ১৪৪ রানে শেফার্ডকে ফেরান মোস্তাফিজ। ১৬ বলে ১৩ রান করেন শেফার্ড। পরের বলে খ্যারি পিয়েরেকে বোল্ড করেন টাইগার পেসার।
পরে রোস্টন চেজ ও আকিল হোসেইন ইনিংস শেষ করেন। রোস্টন চেজ ১৪ বলে ১৭ রান এবং আকিল ১ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। রিশাদ ও নাসুম দুটি করে উইকেট নেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com