শরীফুল ইসলাম, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে সেলফি পরিবহনের সাতটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। বাসগুলো বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে সেলফি পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সাফায়েত গাবতলী থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় সেলফি পরিবহনে ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়।
পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের জানালে তারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সাতটি বাস আটক করে রাখেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com