ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে 'অসাধারণ' বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রশ্নের জবাবে বৈঠকটিকে ১০ এ ১২ নম্বর দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বুসানে চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দু'টির দুই প্রেসিডেন্টের বৈঠক হয় আজ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
গত এপ্রিল থেকে পাল্টাপাল্টি শুল্ক আরোপ, বিরল খনিজ আহরণ নিয়ে প্রতিযোগিতা- এরকম নানা কারণে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে উত্তেজনা দানা বেঁধে ওঠায় এই আলোচনার দিকে বিশেষ নজর ছিল গণমাধ্যমের। বৈঠকে শেষে বুসান ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, "এটা ছিল অসাধারণ একটি বৈঠক। তিনি একজন মহান নেতা"।
"আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই," তিনি যোগ করেন। যুক্তরাষ্ট্র চীনের ওপর আমদানি শুল্ক কমাবে এবং চীনকে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক কম্পিউটার চিপ কেনার সুযোগ দেবে বলে তিনি জানিয়েছেন।
একই সঙ্গে চীন বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের যে ঘোষণা দিয়েছিল, সেটি নিয়ে "কোনো বাধা থাকবে না" বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে চীনের কাছ থেকে এমন কোনো ঘোষণা এখনো আসেনি। ডোনাল্ড ট্রাম্পের মতো অতটা উচ্ছ্বাস না দেখালেও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বৈঠকের বিষয়ে কথা বলেছেন শি জিনপিং।
বড় বাণিজ্য ইস্যুগুলোর সমাধানে দুই পক্ষই ঐকমত্যে পৌঁছেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের দলগুলো এমন ফলাফল নিয়ে কাজ করবে যা দুই দেশের অর্থনীতির জন্য 'একটি আশ্বাসজনক পথ' হিসেবে কাজ করবে, বলেন শি জিনপিং।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com