ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরে ৬ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে মোহাম্মদপুর জহুরি মহল্লার ৩৬/এ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com