ঢাকা      সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

IMG
01 December 2025, 7:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টির একটি তিনতলা আবাসিক ভবনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চকবাজারের তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, দুইটি ভবনে আগুন লেগেছে। একটি ভবনের নিচ তলায় ডালের গোডাউন ও মিল ছিলো, দ্বিতীয় তলায় ছিলো কর্মচারীদের আবাসন এবং তিন তলায় লাগেজ ফিটিংস কারখানা ছিলো। এছাড়া দ্বিতীয় ভবনের নিচ তলায় ছিলো ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় ছিলো অফিস।

উল্লেখ্য, বিকেল ৪টা ৪২ মিনিটে চকবাজারের একটি তিনতলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দু'টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট সেখানে কাজ করে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন