ঢাকা      সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নিখোঁজের ২ মাস পর অটোরিকশা চালকের কংকাল উদ্ধার

IMG
01 December 2025, 8:50 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারের বিরুলিয়া থেকে অটোরিকশা চালকের কংকাল উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আমিন মোহাম্মদ মডেল টাউনের সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ অটোরিকশা চালকের কংকাল উদ্ধার করে পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন (১৫) অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেন নাই। মিলনের মা জোসনা বেগম ১৮ অক্টোবর আশুলিয়া থানা এলাকার সুমন মিয়াকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আসামী সুমন মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করে। কংকাল উদ্ধারের পরই আশুলিয়া থানা পুলিশ সুমন মিয়াকে গ্রেফতার করে।

সাভার মডেল থানায় থানার উপ-পরিদর্শক ওহাব মিয়া বলেন, সোমবার বিকেলে বিরুলিয়ায় আশুলিয়া মডেল টাউনের ঝাউবন থেকে মিলনের কংকাল উদ্ধার করা হয়েছে। কংকালটি ফরেনসিক তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন