ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করলো ভারত। ২০৩০ সাল পর্যন্ত দু’দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক বিস্তারে সম্মত হয়েছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি। দুই নেতার দীর্ঘক্ষণ বৈঠকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া আরও জোরদার করা নিয়েই আলোচনা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তা-ই নয়, রাশিয়ার পর্যটকদের জন্য বড় ঘোষণাও দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি জানিয়েছেন, রাশিয়ার পর্যটকদের জন্য শীঘ্রই ই-ভিসা চালু করবে ভারত।
যৌথ সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমরা শীঘ্রই বিনামূল্যে ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করব। উভয় দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করব।’’ নরেন্দ্র মোদি আরও জানান, বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত ও রাশিয়া।
তিনি জানান, তার সরকার চায় ভারত ও রাশিয়ার জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে। দুই দেশই পর্যটন বৃদ্ধির কাজ করছে। নরেন্দ্র মোদির কথায়, ‘‘ভারত শীঘ্রই রাশিয়ার নাগরিকদের জন্য কোনও প্রক্রিয়াকরণ ফি ছা়ড়া ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করবে।’’ এছাড়াও দুই দেশ চায় শিক্ষা এবং ক্রীড়া সম্পর্ককে আরও মজবুত করতে।
দু’দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনের বিমান। সেখানে তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি। শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি। এরপরে তারা দু’জনে একসঙ্গে যান মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করতে। তার পর দিল্লির হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ বৈঠকে যোগ দেন দুই রাষ্ট্রনেতা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com