ঢাকা      শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ

IMG
06 December 2025, 10:10 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুব বিশ্বকাপ হকিতে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে আজ শনিবার আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা। এ নিয়ে আসরে চতুর্থ হ্যাটট্রিক করলেন আমিরুল। দক্ষিণ কোরিয়া বিশ্ব হকিতে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের বয়স ভিত্তিক দলও শক্তিশালী। সেই বিবেচনায় বাংলাদেশের হকির ইতিহাসে এই জয় অনেক বড় অর্জন।

যদিও আজকের ম্যাচে লিড নিয়েছিল দক্ষিণ কোরিয়া। ১০ ও ২০ মিনিটে পরপর দুই গোলে এগিয়ে যায় তারা। দু'টিই করেছেন লি মিনহিয়োক। প্রথমটি ফিল্ড গোল হলে পরেরটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।

এরপর আমিরুলের হ্যাটট্রিকে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। ২১, ২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিন গোল করেছেন আমিরুল। ৫২ মিনিটে ওবায়দুল জয় বাংলাদেশের ব্যবধান বাড়ান। পরের মিনিটে লি মিনহিয়োক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৬০ মিনিটে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন