ঢাকা      রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

IMG
06 December 2025, 11:34 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, একদল এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিল। এখন তাদের কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। জনগণ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

লুটেরাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশকে দেশপ্রেমিক জনগণের হাতে তুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আট দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ তাদের আর ক্ষমা করবে না। আমরা চাই, বাংলাদেশ থেকে অপশাসন দূর হোক, এই বাংলাদেশ হবে এ দেশের মেহনতি মানুষ, মাঝি-শ্রমিক, ছাত্র-জনতার।

একটি দলকে জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, এই লাল কার্ড থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করে, তাদের সকল ষড়যন্ত্র এ দেশের জনগণ প্রতিহত করবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, এক এক করে স্বাধীনতার ৫৪ বছর চলে গেছে, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গিরা চলে যাওয়ার পর দেশের ভিতরে দুর্বৃত্ত যারা ছিল, তারা জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে। কেউ অপকর্মের দায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি।

সমমনা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক আট দল মিলে যৌথ কর্মসূচি পালন করছে। দু’একটি ইসলামী দল এখনও জোটের বাইরে আছে। তাদের বলবো-সব ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আমাদের আঙিনায় চলে আসুন। যেখানে আপনারা আছেন, সেটা আপনাদের আঙিনা নয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, দেশের সবগুলো বিভাগীয় শহরে আমাদের সমাবেশে মানুষের এই সাড়া প্রমাণ করছে পাঁচ দফার পক্ষে মানুষ রায় দিয়েছে। পাঁচ আগস্টে হাজারো মা সন্তানহারা হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়-৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তারা নিজেদের কাছে নিজেরাও নিরাপদ নয়।

খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই দেশে ইসলামী আন্দোলনের নেতারা রক্ত দিয়েছেন, ফাঁসির কাস্টে উঠেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি। মামুনুল হক অভিযোগ করেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হওয়ার পরও বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি এজেন্টরা আবারও নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীক নির্বাচন নয়, এটি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে এক ধরনের গণভোটও। তাই আট দলের নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে দলীয় প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ সঞ্চালনা করেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন