ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি আগামীকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আজ সোমবার সকালে বাংলাদেশ গ্লোবালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাগীব সামাদ আরও জানান, জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে এদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে।
তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী আজ সোমবার সকালে বাংলাদেশ গ্লোবালকে বলেছেন, 'ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তাঁর বাইরে যাওয়া। আজ সোমবার রাতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় আসার সময় পরিবর্তন হবে।'
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com