ঢাকা      বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
  • গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতলো বাংলাদেশ

IMG
09 December 2025, 2:12 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। সোমবার টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলেছে বাংলাদেশের যুবারা। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মেহেরাব হাসান সামিনের দল। এ জয়ে টুর্নামেন্টে ১৭তম স্থান অর্জন করলো সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। আসরে ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম। মোট ১৮ গোল করলেন আমিরুল, যা এ বিশ্বকাপে সর্বোচ্চ।

ভারতের চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। একটি করে গোল করেন হুজাইফা হোসেন এবং রাকিবুল হাসান। অস্ট্রিয়ার হয়ে একটি করে গোল করেন আন্দোর লোসোনসি, বেঞ্জামিন কেননার, জুলিয়ান কাইসের এবং ম্যাটিউস নিউকোয়াক।

প্রথম কোয়ার্টারে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, দলকে লিড এনে দেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোজিফা। ২-০ তে এগিয়ে থেকে কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে শুরুর ৫ মিনিটের মধ্যেই স্কোর বোর্ডে তৃতীয় গোল যোগ করেন রাকিবুল। কোয়ার্টারে শেষ হওয়ার এক মিনিটে আগে ব্যবধান কমান লোসোনসি। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের যুবারা।

শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। শেষে এসে আক্রমণাত্মক খেলে তারা। শেষ ১০ মিনিটে ৫ গোল আসে দুই দল থেকে। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আমিরুল। ৫১ মিনিটে অস্ট্রিয়ার দ্বিতীয় গোলটি করেন বেঞ্জামিন। ৫২ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল জড়ান আমিরুল। পূর্ণ করেন আসরে নিজের পঞ্চম হ্যাটট্রিক। বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ ব্যবধানে। শেষ দিকে বাংলাদেশকে চেপে ধরে ইউরোপের দেশটি। ৫৬ মিনিটে গোল করেন কাইসের। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অস্ট্রিয়ার চতুর্থ গোলটি করেন নিউকোয়াক। ম্যাচ শেষে কোচ আইকম্যানকে ঘিরে উদযাপন করেন আমিরুল-রাকিবুল-সামিনরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন